ক্যাব ভোলা জেলার কমিটি গঠন

উপকণ্ঠ রিপোর্ট: রকনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) ভোলা জেলার সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় কুইন আইল্যান্ড কিচেন প্রেসক্লাব ভবনের নিচতলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা ক্যাবের প্রাক্তন সদস্য ও ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন।

সভায় ভোলা জেলা ক্যাবের প্রাক্তন সাধারণ সম্পাদক মো. সুলাইমানকে সভাপতি ও প্রাক্তন সদস্য শাহজাদী জাহান মুক্তিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।

তিনি সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং ভোক্তা-অধিকারকে শক্তিশালী করার কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান।

সভায় দু’জন বীর মুক্তিযোদ্ধাসহ জেলা ক্যাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দরা ক্যাবের কার্যক্রম বিষয়ক বক্তব্য রাখেন।

এর আগে গত ১৮ মে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি নির্বাচন কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন মোফাজ্জল হক আল আমিন, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম বাপ্পি ও মাহমুদুল হাসান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বানে আজকের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন