• আজঃ শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ভোলা জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ০৯ সেপ্টেম্বর ২০২০ ভোলা জেলার সদর উপজেলার ইলিশা চৌমাথা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান, হোটেল, ফার্মেসী ইত্যাদি পরিদর্শন করা হয়। অভিযানে শাকির মেডিকেল হলের স্বত্তাধিকারী ডাক্তার না হওয়া স্বত্তেও ফার্মেসির পেছনে বেড তৈরি করে রোগীদের চিকিৎসা প্রদানরত অবস্থায় পাওয়া যায় এবং তার নামে ছাপানো ব্যবস্থাপত্র জব্দ করা হয়।

প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৪০০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং পরবর্তীতে এই কার্যক্রম না করার জন্য সাবধান করা হয়। উল্লেখ্য বিএমডিসির সনদ ছাড়া কেউ ব্যবস্থাপত্র দিতে পারেন না এ মর্মে মহামান্য হাইকোর্টের রুলও আছে। কেবলমাত্র এম বি বি এস ও বি ডি এস (ডেন্টাল) সম্পন্নকারীরাই এই সনদ পেয়ে থাকেন।

এছাড়া সঠিকভাবে পণ্য প্রক্রিয়াকরণ ও বিপনন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করা হয়।পাশাপাশি করোনা ভাইরাসের ছড়িয়ে পরা রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সদর থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

জনস্বার্থে বাজার তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন