ভোলায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪০০০ টাকা জরিমানা
নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ হোমিও কলেজ মোড় ও সরকারি স্কুল মাঠে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪০০০ টাকা জরিমানা করা হয়। হোমিও কলেজ মোড়ে বিপদজনক ভাবে পেট্টোল অকটেন ও গ্যাস সিলিন্ডার একসাথে বিক্রি করা পরিলক্ষিত হয়।
অন্যদিকে স্কুল মাঠের কাচাবাজারে ২২০-২৪০ টাকা দরে মরিচ বিক্রয় পরিলক্ষিত হয়। সরেজমিনে অভিযানে গিয়ে দেখা যায় কারও কোন মূল্যতালিকা ও ক্রয়ভাউচার নেই। যার ফলে বিক্রেতারা অযৌক্তিকভাবে মূল্য বাড়িয়ে সকল পণ্য বিক্রয় করছিল।