দোষটা আসলে কার
- শুধু একবার ভেবে দেখো
- দোষটা আসলে ঠিক কার?
- অন্যের দিকে আঙ্গুল তোলার আগে
- কখনও দেখেছো কি নিজেকে
- মনের ঐ চেনা আয়নায়…
- কোন আবেগে শুকিয়ে গেলে বুক
- ভুলকে ও সঠিক মানা যায়
- কতখানি নিঃস্ব হলে মন, এভাবে
- নিজেকে আড়ালে রাখতে চায়…
- সত্যি করে বলো তো
- আসলে ভুলটা ঠিক কার?
- যে আশ্বাসে স্বপ্ন বোনা ছিলো
- যদি তা অসময়ে একদিন
- হঠাৎ করে এভাবে ঝড়ে যায়…
- চলার পথ যে কোনো দিকেই থাকে
- কোনটা ঠিক তা বোঝবার দায় তার
- পথ দেখাতে যে নেমেছে পথে
- তার হাতেই থাকে সকল দায়ভার…
লেখাটি পাঠিয়েছেনঃ সঞ্জয় সরকার