• আজঃ বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ ইং

ভোলা জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে এবং বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সার্বিক সহযোগিতায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ০৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট ও হাসপাতাল রোড় সংলগ্ন স্থানে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান, ফাস্টফুড দোকান, কসমেটিকস দোকান, ফার্মেসী ইত্যাদি পরিদর্শন করা হয়।

ভোলা জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান

অভিযানে বিক্রির উদ্যেশ্যে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ প্রদর্শন, মূল্য ট্যাম্পারিং প্রভৃতি অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় দ্বীপ মেডিকেল কে ১৫০০০/-, রঞ্জন মেডিকেল হলকে ৫০০০/-, মেসার্স মহাজন মেডিকেল হলকে ৫০০০/-, এবং হাসপাতাল রোডের এ এফ সি বিরিয়ানি হাউজকে শতর্কতামূলক ভাবে ১০০০/- সর্বমোট ২৬০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া সঠিকভাবে পণ্য প্রক্রিয়াকরণ ও বিপনন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করা হয়।পাশাপাশি করোনা ভাইরাসের ছড়িয়ে পরা রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
জনস্বার্থে বাজার তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন