• আজঃ সোমবার, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৫ ইং
শিরোনামঃ

জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ❝এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ❞ শীর্ষক আলোচনা সভা অনু‌ষ্ঠিত।

গতকাল ২০/১১/২০২৫ ‌খ্রি. তারিখে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার মিলনা য়তনে জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তারুণ্যনির্ভর নতুন বাং লাদেশ গঠনে ❝এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ❞ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল। সভায় সভাপতিত্ব করেন জনাব অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক ( বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি), ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাপাতুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার, ভোলা; জনাব মাওলানা মোঃ লোকমান হোসেন, অধ্যক্ষ, চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা; জনাব মোঃ সুলাইমান, সভাপতি, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ভোলা জেলা; জনাব মাওলানা মোঃ আইয়ুব আলী, উপাধ্যক্ষ, চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী, জেলা তথ্য অফিসার, ভোলা। অনুষ্ঠানে বিভিন্ন অফিসের অফিস প্রধানগণ, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থী সহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, আজ যারা যুবক তারাই দে‌শের পরিবর্তনের পথে আমাদের নতুন অঙ্গীকার বাস্তবায়ন কর‌বে। দেশ ও সমাজ আজ এক নতুন সম্ভাবনার প্রান্তে দাঁড়িয়ে। উন্নয়ন, প্রযুক্তি ও বৈশ্বিক পরিবর্তনের দ্রুতগতি আমাদের সামনে যেমন সুযোগ তৈরি করছে, তেমনই বাড়াচ্ছে দায়িত্বও। এসব পরিবর্তনের মাঝেই উচ্চারিত হচ্ছে নতুন প্রজন্মের দৃপ্ত আহ্বান— “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।”
এই আহ্বান শুধু একটি স্লোগান নয়; এটি সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন, সমাজ ও রাষ্ট্র উন্নয়নে সক্রিয় ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার প্রতিশ্রুতি। দায়িত্বশীল নাগরিকই পারে দেশ বদলাতে। দেশ বদলায় তখনই, যখন সাধারণ মানুষ আচরণে পরিবর্তন আনে। নিয়ম মেনে চলা, সৎ থাকা, গুজব ও বিভ্রান্তি পরিহার করা, পরিবেশ রক্ষা ও মানবিকতা চর্চা—এসবই একটি উন্নত সমাজের মূল ভিত্তি। ছোট ছোট ইতিবাচক কাজই বড় পরিবর্তনের পথ তৈরি করে। তরুণ প্রজন্ম পরিবর্তনের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের তরুণরাই আজ দেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষা, দক্ষতা, প্রযুক্তি—এই তিন ভিত্তিকে কাজে লাগিয়ে তারা কর্মসংস্থান তৈরি করছে, স্টার্টআপ গড়ে তুলছে, ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে এবং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। তাই পরিবর্তনের মন্ত্র বাস্তবায়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই পৃথিবীর লক্ষ্যে এগিয়ে চলা,
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ডিজিটাল নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস—এসবই শুধু রাষ্ট্রীয় দায়িত্ব নয়, ব্যক্তিগত অঙ্গীকারও। আমরা যদি নিজেদের জীবনযাত্রায় সততা, সহমর্মিতা ও দায়িত্ববোধ ধরে রাখতে পারি, তবে তা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্যই হবে ইতিবাচক অবদান। পরিবর্তন কখনো বাইরের কেউ এনে দেয় না; পরিবর্তন শুরু হয় আমাদের ভেতর থেকেই। প্রতিটি সৎ কাজ, প্রতিটি দায়িত্বশীল সিদ্ধান্ত, প্রতিটি ইতিবাচক আচরণ—সব মিলেই গড়ে ওঠে উন্নত দেশ ও সুন্দর পৃথিবী। তাই এখনই সময়— “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।”

ইমরান হোসেন
ভোলা জেলা প্রতিনিধি

ফেসবুকে লাইক দিন