শিরোনামঃ

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ১১ দফা দাবি নিয়ে আলোচনা সভা

স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী

৬ জুলাই রবিবার বিকেলে পান্থপথ, সেল সেন্টার অডিটোরিয়ামে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেছেন, স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না।

উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ড. আজিজুল্লাহ এম নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক বিচারপতি ড. মোঃ আবু তারিক, কর্নেল (অবঃ) ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, লেঃ কর্নেল (অবঃ) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ, ড. শফিকুল ইসলাম কানু, ড. প্রকৌশলী লুৎফর রহমান, পারভীন নাসের খান ভাসানী, সাবেক বানিজ্য উপদেষ্টা শওকত আলী খান, আবুল কালাম আজাদ, নজরুল গবেষক কবি এইচ এম সিরাজ, এড. আবুল বাসার, কবি কাজী আলম, নাহিদ গ্রুপ দ্বারা নির্যাতিত হাসিবুল হাসান রাজিব প্রমুখ।

বক্তাগণ বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই গনঅভ্যুত্থানের বীর শহীদ এবং দেশপ্রেমিক যোদ্ধাদের রক্তের সাথে বেইমানী করে ষড়যন্ত্রের মাধ্যমে নতুন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর চেষ্টা বাংলাদেশের ৮৭% নির্যাতিত, নিপীড়িত, মজলুম জনগণ প্রতিহত করবে।

দেশের এই ক্রান্তিলগ্নে দেশ বাঁচাতে ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মাত্র ১৩% সুযোগ সন্ধানী, চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসী, মাফিয়া-সিন্ডিকেট, রাজনৈতিক দুর্বৃত্ত, ব‍্যবসায়িক দুর্বৃত্ত, আমলা দুর্বৃত্ত, অন্ধ দলদাসমুক্ত জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক দল সমূহের পাশাপাশি বাংলাদেশের সকল শ্রেণী পেশার দেশপ্রেমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনাসহ চিরদিনের জন্য স্বৈরশাসকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির মুক্তির সনদ ১১ দফা দাবির সমাধান প্রস্তাব বিষয়ে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সঙ্গে জরুরি আলোচনার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান।

১. দুর্নীতিবাজদের কঠোর শাস্তির বিধান কার্যকর করা।
২. সরকার পদ্ধতি ও রাজনৈতিক দলের সংস্কার কার্যকর করা।
৩. আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন কার্যকর করা।
৪. শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠন কার্যকর করা।
৫. সংবিধান সংশোধন ও সংস্কার কার্যকর করা।
৬. বৈষম্য বিরোধী ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ।
৭. সম্পূর্ণ স্বাধীন দুর্নীতি দমন ও প্রবীণ কল্যাণ মন্ত্রণালয় গঠন কার্যকর করা।
৮. ভোটার ক্লাবের মাধ্যমে সম্পূর্ণ প্রশাসনমুক্ত স্বচ্ছ ভোটাধিকার প্রয়োগ পদ্ধতিসহ স্বাধীন নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন কার্যকর করা।
৯. স্বাধীন পাবলিক সার্ভিস কমিশন সংস্কার ও পূর্নগঠন
১০. রাষ্ট্রীয় ব‍্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ দুর্নীতিমুক্ত করাসহ ব‍্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে বিশ্বমানের গঠন ও সংস্কার কার্যকর করা।
১১. গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে মাফিক-সিন্ডিকেটমুক্ত গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতকরণ।

ফেসবুকে লাইক দিন