ভোলায় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিন্তকল্পে অভিযান
১৩-০৯-২০২৪ তারিখে ভোলার খালপাড়, কিচেন মার্কেট, কাচাবাজারে ভোলা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুল হাসান এর নেতৃত্বে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিন্তকল্পে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ডিমের হঠাৎ মূল্যবৃদ্ধির কারনে ও কাচাবাজার দ্রব্যমূল্যের মনিটরিং করা হয়। ডিম ব্যবসায়ীরা যাতে ক্রয়ভাউচার সংরক্ষণ করেন ও মূল্যতালিকাপ্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করে সেই নির্দেশনা দেওয়া হয়। ডিম ব্যবসায়ীদের ক্রয়ভাউচার যাচাই বাছাই করে যৌক্তিক মূল্যে ডিম বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। মাতাব্বর স্টোর ও জয় স্টোরকে ১০০০/- (মূল্য তালিকা না রাখার অপরাধে) এবং বিসমিল্লাহ স্টোরকে ৫০০০/- (নকল পণ্য বিক্রয়ের অপরাধে) মোট তিনজন ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে মোট ৭০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় ভোলা জেলার কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি জনাব মো: সুলাইমান এবং জেলা আনসার ব্যাটালিয়ন একটি টিম সহায়তা প্রদান করেন।
প্রকাশক এবং সম্পাদক: মো: সুলাইমান